Logo
Logo
×

সংবাদ

সাবেক সিইসি ও এমপিসহ ৮ জন গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০৪:৫২ পিএম

সাবেক সিইসি ও এমপিসহ ৮ জন গ্রেপ্তার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সংসদ সদস্যসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ( ৭৯), মুন্সিগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য  মো. তরিকুল ইসলাম (৩৮), সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন (৪৬), ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসির সাবেক এমডি মনিরুল মওলা (৬২), নিষিদ্ধ ঘোষিত ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহায়াব (৫৮), নিষিদ্ধ ঘোষিত লালবাগ থানা ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু (৪৩) ও নিষিদ্ধ ঘোষিত ৯২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জাকির হোসেন আলী (৬১)।


ডিবি সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তেজগাঁও থানার মনিপুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ জোনাল টিম।


অন্যদিকে, রাত সােড় ১২টার দিকে কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের মাদক ও অস্ত্র উদ্ধার টিম। ভোর সাড়ে ৪টার দিকে নবাবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ। 


অন্যদিকে রাত সাড়ে ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে মনিরুল মওলাকে দুদকের মামলায় গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ।

রাত ১২টা ৪৫ মিনিটের দিকে কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল ওহায়াব ও রাত ২টার দিকে মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগ। রাত দেড়টার দিকে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাকির হোসেন আলীকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগ।


গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত ছিল বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন