
সাবিনা আক্তার তুহিন। ছবি: সংগৃহীত
সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। রবিবার (২২ জুন) দিবাগত মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জ থেকে তুহিনকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ডিবি পুলিশ গ্রেপ্তার করতে গেলে স্থানীয়রা তাকে নির্দোষ দাবী করেন। তার বিরুদ্ধে জুলাই্ আন্দোলনের কয়েকটি হত্যা মামলা রয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।
এদিকে, রবিবার রাতে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মনিপুরীপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও আন্দোলনের সময়কার একটি হত্যা মামলা রয়েছে।