Logo
Logo
×

সংবাদ

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৪:৪৮ পিএম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তার হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

দীর্ঘদিন ধরে একাধিক জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও তার ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এর আগে, চিকিৎসার জন্য প্রায় চার মাস লন্ডনে অবস্থানের পর গত ৬ মে ঢাকায় ফেরেন খালেদা জিয়া।

লন্ডনে অবস্থানকালে খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধায়নে ছিলেন লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন