Logo
Logo
×

সংবাদ

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বাংলাদেশে এখনই তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই:. সালেহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০২:০৬ পিএম

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বাংলাদেশে এখনই তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই:. সালেহউদ্দিন আহমেদ

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বাড়লেও, বাংলাদেশ সরকার এখনই অভ্যন্তরীণভাবে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করছে না— এমনটা জানিয়েছেন অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বক্তব্য দেন।

তেল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানির প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ আপাতত দেশের বাণিজ্যে সরাসরি কোনো প্রভাব ফেলেনি। বর্তমানে আগের দামেই জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি অব্যাহত রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির উপর নজর রেখে আগাম প্রস্তুতি নিচ্ছে সরকার।

ড. সালেহউদ্দিন আরও বলেন, যদি এই সংঘাত দীর্ঘমেয়াদে গড়ায়, তাহলে বাংলাদেশেও এর কিছু প্রভাব পড়তে পারে। তবে তিনি আশাবাদী যে, এই যুদ্ধ দীর্ঘকাল স্থায়ী হবে না এবং পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে।

তিনি বলেন, হরমুজ প্রণালি বিশ্ববাণিজ্যের একটি অত্যন্ত কৌশলগত পথ। যুদ্ধ যদি এই অঞ্চলে দীর্ঘায়িত হয়, তবে তেল পরিবহন ও সরবরাহে বৈশ্বিক সংকট দেখা দিতে পারে। তবে সরকার মনে করে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে না।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরানের উত্তর-পূর্বাঞ্চলে হামলা চালায়। তেহরানের বেশ কয়েকটি স্থানে প্রচণ্ড বিস্ফোরণের পরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়।

এই হামলার পর পরিশোধিত না হওয়া জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে হঠাৎ করে বেড়ে যায়। পাঁচ মাসের মধ্যে এই মূল্যবৃদ্ধি সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ৭৫ দশমিক ৬৫ ডলার, যা ৬ দশমিক ২৯ ডলার বা ৯ দশমিক ০৭ শতাংশ বৃদ্ধির ফল। পাশাপাশি, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬ দশমিক ৪৩ ডলার বা ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৪৭ ডলারে।

অর্থ উপদেষ্টা আশাবাদ প্রকাশ করে বলেন, এখনই দেশে জ্বালানির মূল্য সমন্বয়ের দরকার নেই এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন