রামুর সড়কে প্রাণ গেল পিতা-পুত্রসহ ৩ জনের, আহত অন্তত ১০ জন

কক্সবাজারের রামু উপজেলায় এক যাত্রীবাহী বাস ও একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ মোট তিনজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন মানুষ।
সোমবার সকাল আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
মৃতদের মধ্যে রয়েছেন কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ পাতলী গ্রামের ব্যবসায়ী হাবিবুব উল্লাহ (৫৫), তার নয় বছর বয়সী ছেলে মো. রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকূল এলাকার বাসিন্দা রিমঝিম বড়ুয়া।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসাধীন রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ওসি নাসির উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, “ঢাকা থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে চট্টগ্রামগামী একটি পূরবী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন।”
নিহত হাবিবুব উল্লাহর চাচাতো ভাই এবং পিএমখালী ইউনিয়ন পরিষদের সদস্য গিয়াস উদ্দিন জানান, “হাবিবুর রামু বাজারে কাপড়ের ব্যবসা করতেন। তার ছেলে চট্টগ্রামের একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে। ঈদের ছুটি শেষে ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিতে রওনা হয়েছিলেন তিনি।”
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৈয়বুর রহমান জানিয়েছেন, মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।