Logo
Logo
×

সংবাদ

পাচার টাকা উদ্ধারে দেশে-বিদেশে মামলা করবে সরকার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৫:২০ পিএম

পাচার টাকা উদ্ধারে দেশে-বিদেশে মামলা করবে সরকার

পাচারকৃত সম্পদ উদ্ধারের প্রক্রিয়া ধাপে ধাপে অগ্রসর হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।  আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, দেশ থেকে বিভিন্ন দেশে পাচার করা টাকা উদ্ধারে যেসব ডকুমেন্টস দরকার ছিল, তার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন সরকার চাইলেই মামলা করতে পারবে।

আহসান এইচ মনসুর আরও বলেন, মামলা পরিচালনার জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক বেশ কিছু ল ফার্ম আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা এখানে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী।

এসব ফার্ম কীভাবে মামলা থেকে নিজেদের ব্যয় নির্বাহ করবে—জানতে চাইলে গভর্নর জানান, পাচার টাকা উদ্ধারের পর তারা সেখান থেকে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত পার্সেন্টেজ নেবে। বাকি টাকা সরকারকে বুঝিয়ে দেবে।

গভর্নর বলেন, ব্রিটিশ সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ ভালো। সে কারণেই সেখানে বাংলাদেশ থেকে পাচার করা টাকা উদ্ধারে তৎপরতাও বেশি। শুধু তাই নয়, ব্রিটিশ সরকার পাচার করা টাকা উদ্ধারে আমাদের পরামর্শ ও সব রকমের সহযোগিতা দিয়ে আসছে। তবে আমেরিকা এ ক্ষেত্রে পিছিয়ে। দেশটিতে নতুন সরকার এসেছে। তাদের নীতি প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ চলছে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন