Logo
Logo
×

সংবাদ

চার অতিরিক্ত ডিআইজিকে বদলি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৪:৩০ পিএম

চার অতিরিক্ত ডিআইজিকে বদলি

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ঈদের ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রবিবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান এ প্রজ্ঞাপনে সই করেন।

বদলি হওয়া এই চার অতিরিক্ত ডিআইজি হলেন-আলি আকবর খান, মোহাম্মদ শামসুল হক, নজরুল ইসলাম ও রুমানা আক্তার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত ডিআইজি আলি আকবর খানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রামের ৯ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে সিআইডির অতিরিক্ত ডিআইজি, ঢাকার এপিবিএন অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলামকে সিআইডির অতিরিক্ত ডিআইজি এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তারকে ঢাকা আরআরএফএর কমাড্যন্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন