সচিবালয়মুখী শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৪:২১ পিএম
নিষেধাজ্ঞা অমান্য করে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে অগ্রসর হওয়া ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে। এতে রাজধানীর প্রেসক্লাব এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আজ রবিবার বেলা দেড়টার দিকে সচিবালয় মোড়ে এ ঘটনা ঘটে।
এনটিআরসিএ থেকে সুপারিশপ্রাপ্ত হাজারো প্রার্থী নিয়োগ না পাওয়ার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় তাঁরা ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচির ডাক দেন।
তিনটি দাবি নিয়ে তাঁরা আজ আন্দোলনে নামেন। তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—
১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের জন্য আপিল বিভাগের রায় অনুসারে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তত একবার আবেদন করার সুযোগ দিতে হবে। ১৭তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখতে হবে। আইন ও বিচার মন্ত্রণালয় এবং এনটিআরসিএর সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
আজ কর্মসূচির একপর্যায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে তাঁরা সচিবালয় এলাকায় প্রবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। এরপর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করা হয়। নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড।