Logo
Logo
×

সংবাদ

বিএনপি নেতা ইশরাকের সমর্থকরা আবার নগর ভবনে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০১:১৪ পিএম

বিএনপি নেতা ইশরাকের সমর্থকরা আবার নগর ভবনে

বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথগ্রহণ করানোর দাবি জানিয়ে তার অনুসারী এবং ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ দ্বিতীয় মাসে গড়িয়েছে। ফলে এক মাসেরও বেশি সময় ধরে কার্যত অচল অবস্থায় রয়েছে নগর ভবন।

দীর্ঘ ঈদ ছুটির (১০ দিন) পর রোববার সরকারি দপ্তরগুলো পুনরায় খোলার কথা থাকলেও, নগর ভবনের তালা রয়ে গেছে আগের মতোই। সকাল থেকে ভবনের বাইরে ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণের পক্ষে নানা স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভকারীদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি। দুপুরে ইশরাক ভাই নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে শুনেছি। এখনো ভবনের তালা খোলা হয়নি।”

নগর ভবনে তালা থাকায় অভ্যন্তরে প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা, যার ফলে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ডিএসসিসির একজন কর্মকর্তা জানান, “আমি অফিসে এসেছিলাম, কিন্তু ঢুকতে পারিনি। তাই আশপাশে ঘুরে সময় কাটাচ্ছি। শুনেছি আজ ইশরাক হোসেন আসবেন এবং হয়তো নতুন কোনো কর্মসূচি দেবেন। তারপর দেখা যাবে ভবনের তালা খোলা হয় কি না।”

গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাকের সমর্থক এবং বিএনপি নেতাকর্মীরা। পরে এই আন্দোলনে যোগ দেয় ডিএসসিসি কর্মচারী ইউনিয়ন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে প্রায় পৌনে দুই লাখ ভোটে পরাজিত হন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। তবে ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাককে বৈধ মেয়র ঘোষণা করে।

এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় 'আইনি জটিলতার' কারণ দেখিয়ে তার শপথ অনুষ্ঠান স্থগিত রাখে।

এই প্রেক্ষাপটে ইশরাক সমর্থকরা রাজপথে নামেন, যার ফলশ্রুতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসনিক কাজকর্ম প্রায় পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন