Logo
Logo
×

সংবাদ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ১৭ দিন পর পুরোপুরি চালু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৬:০০ পিএম

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ১৭ দিন পর পুরোপুরি চালু

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল দুই সপ্তাহের বেশি সময় পর আজ শনিবার থেকে পুরোদমে চিকিৎসা শুরু করেছে। এক সংঘর্ষের জেরে গত ২৮ মে থেকে চিকিৎসা সেবা বন্ধ হয়েছিল প্রতিষ্ঠানটিতে।

আজ শনিবার সকাল ৮টা থেকে বহির্বিভাগ, আন্তবিভাগসহ হাসপাতালের সব কার্যক্রম শুরু হয়েছে। অস্ত্রোপচারও শুরু হয়েছে বলে জানা যায়। ফটকে পুলিশ, র‍্যাব, আনসার ও হাসপাতালের নিরাপত্তাকর্মীরা অবস্থান নিয়েছেন। দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে রোগীর চাপ আজ বেশি ছিল।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে হাসপাতালের কর্মী, সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে সংঘর্ষের পর গত ২৮ মে থেকে হাসপাতালটির সেবা বন্ধ হয়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন