Logo
Logo
×

সংবাদ

জাফলং পরিদর্শনের পথে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০২:১৯ পিএম

জাফলং পরিদর্শনের পথে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ

সিলেটের অন্যতম দর্শনীয় স্থান জাফলং থেকে ফিরে আসার সময় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন বালু ও পাথরখেকো শ্রমিকরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জাফলংয়ে ‘পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)’ পরিদর্শন শেষে ফেরার সময় গোয়াইনঘাটে তাঁদের বহর থামিয়ে উত্তেজনা সৃষ্টি করেন স্থানীয় শ্রমজীবী মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় উপদেষ্টাদের বহরের চারপাশ ঘিরে স্লোগান দিতে থাকেন শ্রমিকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝে গাড়িগুলোর সামনে দাঁড়িয়ে শ্রমিকরা ‘ভুয়া ভুয়া’ বলে আওয়াজ তুলছেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং উপদেষ্টাদের বহর নিরাপদে হরিপুর গেস্ট হাউসে পৌঁছে দেন।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল আহমেদ জানান, “স্থানীয় কিছু লোক হঠাৎ রাস্তা আটকে দিলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। উপদেষ্টারা বেলা ১২টার দিকে নিরাপদে গেস্ট হাউসে পৌঁছান।”

গোয়াইনঘাট ইউএনও রতন কুমার অধিকারী জানান, “উনারা আগেই জাফলং এলাকা ছেড়ে গেছেন।”

এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতেই জাফলংয়ের মতো স্পর্শকাতর অঞ্চলে পাথর উত্তোলনের অনুমতি দেওয়া হবে না। এসব শ্রমিকের জন্য আমরা বিকল্প কর্মসংস্থানের কথা ভেবেছি এবং সে বিষয়ে পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।”

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “৭১ সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখনও জাফলং ছিল প্রাকৃতিক অপার সৌন্দর্যের আধার। এখন দেখছি, এখানে ভয়াবহ ধ্বংস নেমেছে। এখানকার ক্র্যাশারগুলো পরিবেশের বারোটা বাজিয়ে দিয়েছে। আপাতত পাথর উত্তোলন বন্ধ থাকবে।”

তিনি আরও জানান, “এই অঞ্চলে থাকা সব পাথর সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আমি নিজে বিভাগীয় প্রশাসনের কাছে জেনেছি—পাথর তোলা হচ্ছে না, তাহলে এসব পাথর এল কোথা থেকে?”


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন