Logo
Logo
×

সংবাদ

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:১৭ পিএম

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফর সম্পন্ন করে দেশের মাটিতে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করে জানান, অধ্যাপক ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা নিরাপদে দেশে পৌঁছেছেন।

এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি।

সফরকালে অধ্যাপক ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত আলোচনায় অংশ নেন।

এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল ‘কিং চার্লস থার্ড হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ, যা তাঁকে মানবকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।

লন্ডনে অবস্থানকালে তিনি হাউস অব কমন্সের স্পিকারসহ একাধিক রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন