Logo
Logo
×

সংবাদ

লঞ্চ-ফেরিঘাটে উপচে পড়া ভিড়, ঈদের পরে ঢাকামুখী গাড়িতে বেড়েছে চাপ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০১:০৮ পিএম

লঞ্চ-ফেরিঘাটে উপচে পড়া ভিড়, ঈদের পরে ঢাকামুখী গাড়িতে বেড়েছে চাপ

ছুটি শেষে না হতেই দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট দিয়ে ফেরি ও লঞ্চযোগে ঢাকায় ফিরছে মানুষ। ছবি: ইউএনবি

ঈদের ছুটি শেষে অফিস শুরু হবে আগামী রবিবার। সেই লক্ষ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।

শুক্রবার (১৩ জুন) সকাল থেকেই ফেরি ও লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট হয়ে পাটুরিয়াঘাটে আসছেন যাত্রীরা। সবচেয়ে বেশী আসছেন মোটরসাইকেলের যাত্রী। লঞ্চঘাটও যাত্রীতে উপচে পড়ছে।

তবে সড়কে কিংবা ফেরিঘাটে কোন ধরনের ভোগান্তি না থাকায় নিরাপদ ও স্বস্তিতে পারাপার হচ্ছেন বলে জানিয়েছেন যাত্রীরা।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রী পারাপারে বর্তমানে ১৫টি ফেরি ও ১৮টি লঞ্চ চলাচল করছে।

এ ছাড়া, আরিচা-কাজিরহাট নৌরুটেও যাত্রীর চাপ বেড়েছে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, পাবনার কাজিরহাট থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে আরিচাঘাটে আসছেন যাত্রীরা।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন