তারেক রহমানের দেশে ফিরতে অসুবিধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা নেই।
বৃহস্পতিবার, ১২ জুন, সকাল ১১টা ৩০ মিনিটে গাজীপুরের সালনা হাইওয়ে থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের প্রেক্ষিতে দেশে ফেরার সম্ভাবনা কতটা সহজ হবে—এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তিনি (তারেক রহমান) যখন মনে করবেন, তখনই দেশে ফিরে আসতে পারবেন।”
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান, “আপনারা রিপোর্ট করার সময় আমার বক্তব্য সম্পূর্ণভাবে উপস্থাপন করবেন। খণ্ডিতভাবে প্রকাশ করলে পাশের একটি দেশ মিথ্যা প্রতিবেদন ছড়িয়ে দিতে পারে। আমি অনুরোধ করব, কোনো বক্তব্য খাটো না করে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করুন।”
ভারতের পক্ষ থেকে একাধিকবার বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ করিয়ে দেওয়ার (পুশইন) বিষয়ে তিনি বলেন, “পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যেই আপনাদের এ বিষয়ে জানিয়েছেন এবং ভারতকে চিঠিও পাঠানো হয়েছে। যদি প্রকৃত বাংলাদেশি কেউ ভারতীয় ভূখণ্ডে অবস্থান করেন, তাহলে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাকে গ্রহণ করব।”
সম্প্রতি ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভারত থেকে আসা লোকদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কি না—এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সকল আগত ব্যক্তিকে করোনা পরীক্ষার আওতায় আনা হচ্ছে। বিমানবন্দর ও স্থলবন্দরে সতর্কতা জোরদার করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”