Logo
Logo
×

সংবাদ

ঢাকায় নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৭:৫৫ পিএম

ঢাকায় নতুন করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত

ছবি: সংগৃহীত

দেশে আবারও করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় নতুন করে ১০ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

আজ বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৩৫ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার (১০ জুন) ১০১টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জন। শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন