Logo
Logo
×

সংবাদ

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:৩২ পিএম

যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ০৭ টা ০৫ মিনিটে লন্ডন হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : প্রধান উপদেষ্টার ফেইসবুক পেইজ

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি ও তাঁর সফরসঙ্গীরা হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সফরের অংশ হিসেবে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সেই সময় রাজা চার্লসের কাছ থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা।

এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফরসূচিতে আরও রয়েছে—যুক্তরাজ্যের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানা গেছে, এই সফরের অন্যতম অগ্রাধিকার হবে—বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণে যুক্তরাজ্যের ভূমিকার বিষয়টি জোরালো করা। একই সঙ্গে পাচার হয়ে যাওয়া সম্পদ দেশে ফেরত আনার ইস্যুতেও আলোচনা গুরুত্ব পাবে।

প্রধান উপদেষ্টার আগামী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন