Logo
Logo
×

সংবাদ

তারেক রহমান ও প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠক হতে পারে ‘রাজনৈতিক মোড় ঘোরানোর মুহূর্ত’: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১২:২৬ পিএম

তারেক রহমান ও প্রধান উপদেষ্টার লন্ডন বৈঠক হতে পারে ‘রাজনৈতিক মোড় ঘোরানোর মুহূর্ত’: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ গুরুত্বপূর্ণ মোড় ঘোরাতে পারে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎ প্রসঙ্গে ফখরুল বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাজনৈতিক ঘটনাপ্রবাহের দিক থেকে এটা সম্ভাব্য এক ‘টার্নিং পয়েন্ট’। যদি সকল কিছু ঠিকঠাকভাবে এগোয়, তাহলে এটি নিঃসন্দেহে দিক পরিবর্তনের এক বড় ধাপ হতে পারে।”

তিনি আরও জানান, “প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠকটি সেই হোটেলেই হবে, যেখানে তিনি (ইউনূস) অবস্থান করছেন।”

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যেই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী শুক্রবার সকালবেলা একটি অভিজাত হোটেলে তারেক রহমানের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরকালীন সময় তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করবেন এবং সেখানেই তাঁর হাতে থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন ড. ইউনূস।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন