Logo
Logo
×

সংবাদ

বাসের ধাক্কায় প্রাণ হারালেন বাইক আরোহী তিন বন্ধু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:২১ এএম

বাসের ধাক্কায় প্রাণ হারালেন বাইক আরোহী তিন বন্ধু

সাইফুল ইসলাম, আশিক ও অপু

নরসিংদীর শিবপুর উপজেলায় একটি বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী বন্ধু নিহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—শিবপুরের মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) এবং বাবুল মিয়ার ছেলে অপু (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার রাতের দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে খেলাধুলার সামগ্রী কিনতে নরসিংদী শহরে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলটিকে সামনাসামনি চাপা দিয়ে পালিয়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনই গুরুতরভাবে আহত হন।

স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় অপুকে ঢামেকে রেফার্ড করা হয়, কিন্তু পথে তারও মৃত্যু ঘটে।

শিবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইসমাইল হোসেন তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবপুর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হোসনেয়ারা বেগম জানিয়েছেন, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন