লন্ডনে বৈঠক হতে পারে ড. ইউনূস ও তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৯:৫৬ পিএম
-684704391139d.jpg)
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার চারদিনের সরকারি সফরে যুক্তরাজ্যে উদ্দেশে দেশ ছেড়েছেন। লন্ডনে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তাঁর সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তাঁর বৈঠকের জোরালো সম্ভাবনা আছে।
ঢাকা থেকে যোগাযোগ করা হলে লন্ডনের একটি সূত্র জানায়, তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। বৈঠকটি হতে পারে।
বিএনপি নেতার সঙ্গে বৈঠকের দিনক্ষণ ও স্থানের বিষয়ে সূত্রটি জানায়, আগামী ১৩ জুন সকাল ১০টার দিকে বৈঠকটি হতে পারে। তবে স্থান চূড়ান্ত হয়নি। নিরাপত্তাজনিত কারণে প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে অবস্থান করবেন, সেখানে অথবা তৃতীয় কোনো স্থানে এ বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা আছে।
গত ৪ জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সফর সম্পর্কে এক ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, অন্যান্য সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্বরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা ১৪ জুন দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক।