ওয়ারেন্ট না থাকায় আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৪:১৭ পিএম
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে মামলার থাকার পরেও বিমানবন্দরে আবদুল হামিদকে গ্রেপ্তার না করার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, ‘নির্দোষরা শাস্তি পাবেন না বলেই এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আবদুল হামিদের বিপক্ষে অভিযোগ প্রমাণিত হলে তাকেও আইনের আওতায় আনা হবে।’
সাংবাদিকদের উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, আপনারাই বলেছেন কোনোভাবেই যেন নির্দোষ কেউ শাস্তি না পান, অযথা গ্রেপ্তার না হন। আমরা সেভাবেই কাজ করছি। কেউ যেন হয়রানির শিকার না হন সেজন্য যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপদেষ্টা বলেন, মামলার পর যাচাই-বাছাইয়ের এই কার্যক্রম দেশের সব নাগরিকের জন্যই প্রযোজ্য। মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটি বিষয়গুলো দেখভাল করছে বলেও আশ্বস্ত করেন তিনি।
এর আগে, ৮ মে সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের এসপি ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেসবেরও তদন্ত চলমান বলে জানান জাহাঙ্গীর আলম।
প্রসঙ্গত, গতকাল রবিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।