Logo
Logo
×

সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশবাসীর জন্য দোয়া প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৯:৩৩ এএম

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশবাসীর জন্য দোয়া প্রধান উপদেষ্টার

আজ শনিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। সকাল সাড়ে সাতটায় নামাজ শুরু হয় এবং তা শেষ হয় ৭টা ৯ মিনিটে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানবকল্যাণের জন্য প্রার্থনা করা হয়।

এই জামাতে অংশগ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং নানা শ্রেণি-পেশার মুসল্লিরা। ঈদের নামাজ আদায় করতে ভোর সাড়ে ছয়টা থেকেই মুসল্লিরা ঈদগাহে আসতে শুরু করেন। ময়দানে ছিল দীর্ঘ লাইন, সবাই শান্তিপূর্ণভাবে ভেতরে প্রবেশ করেন।

নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক। কারি হিসেবে দায়িত্ব পালন করেন মুয়াজ্জিন কারি মুহাম্মদ হাবিবুর রহমান।

খুতবার পর মোনাজাতে দেশের কল্যাণ, জাতির ঐক্য এবং ফিলিস্তিনসহ সারা বিশ্বের মুসলমানদের শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধান উপদেষ্টা মোনাজাতে অংশগ্রহণের পর সবার উদ্দেশে ঈদ মোবারক জানিয়ে বলেন, “আজকের এই পবিত্র দিনে সবাই দেশের জন্য দোয়া করবেন।” এরপর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তিনি ময়দান ত্যাগ করেন, যেখানে উপস্থিত জনতা তাঁকে শুভেচ্ছা জানান।

এবার ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা ছিল। ছিল নারীদের জন্য পৃথক নামাজের জায়গা। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন ছিল পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়া রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ ঈদুল আজহার আরও চারটি জামাত অনুষ্ঠিত হচ্ছে।

দ্বিতীয় জামাত সকাল ৮টায়, ইমাম: ড. আবু সালেহ পাটোয়ারী

তৃতীয় জামাত সকাল ৯টায়, ইমাম: ড. মুশতাক আহমদ

চতুর্থ জামাত সকাল ১০টায়, ইমাম: মুফতি মো. আব্দুল্লাহ

পঞ্চম ও শেষ জামাত সকাল ১০:৪৫-এ, ইমাম: মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন

সব জামাতেই মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ঈদের এই দিনে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম পরিণত হয় সম্প্রীতির মিলনমেলায়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন