Logo
Logo
×

সংবাদ

ঈদুল আজহা: আত্মত্যাগ, সাম্য ও শান্তির মহোৎসব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৯:২১ এএম

ঈদুল আজহা: আত্মত্যাগ, সাম্য ও শান্তির মহোৎসব

আজ ১০ জিলহজ, ৭ জুন, সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, পবিত্র ঈদুল আজহা। হজরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত এই দিনটিকে কেন্দ্র করে প্রতিটি মুসলিম পরিবারে আনন্দের পাশাপাশি বিরাজ করছে এক আত্মিক প্রশান্তি।

ঈদের আত্মত্যাগের গল্প: এক মহত্তম আদর্শ: হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর আদেশে তাঁর প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেন। সেই সময়ে আল্লাহ তাঁর আনুগত্যের প্রতিদানস্বরূপ একটি পশু পাঠান এবং ইসমাইল (আ.)-এর পরিবর্তে সেটিকে কোরবানি করতে বলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই মুসলিম বিশ্বে শুরু হয় কোরবানির প্রথা। ইসলাম অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব।

ঈদ মানে ঐক্য ও মানবতা: ঈদের নামাজে ধনী-গরিব, শাসক-প্রজার পার্থক্য ভুলে সকলে এক কাতারে দাঁড়ায়। সবাই পরিচ্ছন্ন কাপড় পরে, গায়ে আতর দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে। এরপর আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করা হয়। সেই কোরবানির মাংস আত্মীয়-স্বজন ও দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হয়—যেখানে ফুটে ওঠে সাম্য ও সামাজিক ন্যায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ঈদের আয়োজন ও পরিবেশ: জাতীয় ঈদগাহে এবারও ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে না থাকে, তবে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় জামাতের আয়োজন থাকে। জামাতে অংশ নেন রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

বায়তুল মোকাররমে আজ পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জামাতের ইমাম হিসেবে থাকছেন ইসলামিক ফাউন্ডেশনের অভিজ্ঞ আলেমরা। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।

ঈদের নিরাপত্তা ও সরকারি প্রস্তুতি: ঈদ জামাতকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন। রাজধানী ঢাকা, কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানসহ বড় জামাতগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

এ ছাড়া ঈদ উপলক্ষে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশুসদনে পরিবেশিত হচ্ছে উন্নত মানের বিশেষ খাবার। রাষ্ট্রীয় ভবনগুলোতে করা হয়েছে আলোকসজ্জা।

সাংস্কৃতিক ও গণমাধ্যম আয়োজন: ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশন, রেডিও ও অনলাইন সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে নানা অনুষ্ঠান। অনেক পত্রিকা ঈদ উপলক্ষে প্রকাশ করছে বিশেষ সংখ্যা। ঈদের ছুটিতেও দেশের সংবাদপ্রিয় মানুষদের জন্য চালু রয়েছে ই-পেপার।

আবহাওয়া পূর্বাভাস: আজ ঈদের দিনে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে, রাজশাহী, খুলনা ও রংপুর অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।

নেতৃবৃন্দের শুভেচ্ছা বার্তা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। নিজেদের বার্তায় তাঁরা ত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দিয়েছেন শুভেচ্ছা বার্তা।

ঈদুল আজহা কেবল উৎসব নয়, এটি আত্মশুদ্ধির এক মহামঞ্চ। কাজী নজরুল ইসলাম যেমন বলেছিলেন, “মনের মাঝে পশু যে তোর, আজকে তারে কর জবেহ।”

 এই ঈদ হোক সেই আত্মিক পশুর বলি দিয়ে ন্যায়ের পথে চলার নতুন অঙ্গীকার।

 আমাদের সমাজে যে বিভাজন, হিংসা ও অবিচার—তা ভুলে ঈদের মিলনের বাণীতে গড়ে উঠুক মানবতার ঐক্য।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম ভাইবোনকে বাংলা আউটলুকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক!


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন