Logo
Logo
×

সংবাদ

তেজগাঁওয়ে অজ্ঞান পার্টির ফাঁদে দুই গরু ব্যবসায়ী, উধাও ২৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০১:১৭ পিএম

তেজগাঁওয়ে অজ্ঞান পার্টির ফাঁদে দুই গরু ব্যবসায়ী, উধাও ২৫ লাখ টাকা

রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত-নাবিস্কো মোড় এলাকায় অজ্ঞান পার্টির ফাঁদে পড়ে দুই গরু ব্যবসায়ী বিপুল অঙ্কের অর্থ হারিয়েছেন। অভিযোগ অনুযায়ী, তাদের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে।

ক্ষতিগ্রস্ত ওই দুই ব্যবসায়ী হলেন মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। তাদের মধ্যে হাসানকে অচেতন অবস্থায় রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং আনোয়ারকে ভর্তি করা হয় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে। তাঁরা দুজনেই জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরগাওয়াইয়া গ্রাম থেকে কোরবানির গরু বিক্রির উদ্দেশ্যে রাজধানীতে এসেছিলেন।

ব্যবসায়ীদের সঙ্গী নূর ইসলাম জানান, “আমরা মোট ২৮টি গরু নিয়ে তিব্বত গরুর হাটে এসেছিলাম। কিছু গরু বিক্রি করে তাদের কাছে ২৫ লাখ টাকা জমা ছিল। গত রাতে তারা খাবার খাওয়ার উদ্দেশ্যে হাট থেকে বের হন। অনেকক্ষণ পেরিয়ে গেলেও তারা ফেরেননি। তখন আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে রাস্তার ধারে তাদের দুজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। আনোয়ারকে কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়, আর হাসানকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক বলেন, “হাসান নামে একজন ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকার ব্যাগ হারিয়েছেন বলে জানা গেছে। তাকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি।”


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন