Logo
Logo
×

সংবাদ

৩০ কিলোমিটার জুড়ে যানজট ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১২:১৩ পিএম

৩০ কিলোমিটার জুড়ে যানজট ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে

ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে যমুনা সেতুর দিকে যাওয়ার পথে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজটের কারণে যানবাহন চলাচল বারবার থেমে যাচ্ছে। বিপরীতে, যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে—যানবাহন পারাপার ও টোল আদায়ের দিক থেকে।

খবর পাওয়া গেছে, সড়কে দুর্ঘটনা, যানবাহন বিকল হয়ে যাওয়া এবং যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় গাজীপুরের দিক থেকে উত্তরের পথে এই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখো যাত্রী এবং চালকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

এদিকে অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও বাসের ছাদে করে গন্তব্যে রওনা হয়েছেন। পরিবহন মালিক ও চালকদের বিরুদ্ধে কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। যদিও তারা দাবি করেন, ফেরা পথে ফাঁকা গাড়ি পাঠাতে হয়, তাই এ বাড়তি ভাড়া।

সেতু কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় প্রায় ৬৪ হাজার যানবাহন চলাচল করেছে এবং এতে টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি ১৯ লাখ টাকা—যা সেতুর ইতিহাসে সর্বোচ্চ।

চালক ও যাত্রীরা জানান, বৃহস্পতিবার রাত থেকেই সেতুর পূর্ব দিক থেকে আশেকপুর বাইপাস পর্যন্ত এলাকাজুড়ে যানজট তৈরি হয়েছে। সাধারণত যেখানে ২ ঘণ্টায় পৌঁছানো সম্ভব, সেখানে এখন সময় লাগছে ৬ থেকে ৮ ঘণ্টা। বহু গাড়ি রাস্তায় বিকল হয়ে পড়েছে, আবার কোথাও কোথাও দুর্ঘটনার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

আরও জানা গেছে, যমুনা সেতুর সীমিত ধারণক্ষমতা থাকার কারণে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ফলে উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী যানবাহনগুলোকে ভূঞাপুর হয়ে ঘুরিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে।

এই বিষয়ে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল ইসলাম পাভেল বলেন, “সেতু চালুর পর এই প্রথম একদিনে প্রায় ৬৫ হাজার গাড়ি পার হয়েছে এবং প্রায় ৪ কোটি ১৯ লাখ টাকার টোল আদায় হয়েছে—এটাই আমাদের সর্বোচ্চ রেকর্ড।”

অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানিয়েছেন, মহাসড়কের একাধিক স্থানে বাস বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। তাঁর আশা, দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।

তিনি আরও জানান, মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ৬০০-র বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন