সাংবাদিকের ওপর হামলা, মহাখালী বাস টার্মিনালে সেনা অভিযান

ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালী বাস টার্মিনালে কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার এক রিপোর্টারের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনা ঘটেছে। পর সেখানে আজ বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে অভিযানের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
ভুক্তভোগী রিপোর্টারের নাম রাইয়ান হোসাইন। তিনি জানান, মহাখালী বাস টার্মিনালে যাত্রী হয়রানির ভিডিও করতে গেলে হামলা করে তার হাতে থাকা বুম ছিনিয়ে নেয় এবং মোবাইলও কেড়ে নেওয়ার চেষ্টা করে।
রাইয়ান হোসাইন বলেন, সেই ভিডিও যখন ধারণ করছি, তখন আমার ফোন থাবা দিয়ে নিয়ে গেছে এবং আমি কেন ভিডিও করলাম এ জন্য মেরে রক্তাক্ত করা হয়েছে। পুলিশ এখানে দাঁড়িয়ে ছিল, তারা কিছুই বলেনি। পুলিশ দূরে দাঁড়িয়ে থেকে দেখেছে। এই হলো মহাখালী বাস টার্মিনালের অবস্থা।
ভুক্তভোগী সাংবাদিক আরও বলেন, এখানে যাত্রীরা ৩-৪ ঘণ্টা ধরে বসে আছেন। তারা (পরিবহন শ্রমিক) গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন। তারা এই মানুষগুলোকে হয়রানি করছেন। অনেকেই দাবি করছে, ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে।
এর আগে আজ বিকালে মহাখালী বাস টার্মিনালে রাইয়ান হোসাইনের ওপর হামলা করে পরিবহন শ্রমিকরা। পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে হামলার শিকার সাংবাদিক নিজেই আবার সেসব চিত্র ফেসবুক লাইভে তুলে ধরেন।