Logo
Logo
×

সংবাদ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১২:৩৬ পিএম

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট

ঈদকে কেন্দ্র করে গাড়ির সংখ্যা বাড়ার ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অন্তত ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে টাঙ্গাইল অংশের আশেকপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কে এই যানজট দেখা যায়। ফলে গাড়িগুলো থেমে থেমে খুব ধীরগতিতে এগোচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে মানুষ কর্মস্থল থেকে নিজ নিজ গ্রামে ফিরছে। ফলে প্রতিদিনের তুলনায় অনেক বেশি গাড়ি সড়কে চলাচল করছে। বিশেষ করে বুধবার সন্ধ্যার পর থেকে যান চলাচলের মাত্রা অনেক বেড়ে যায়। মধ্যরাতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়লে সেখানেও যানজট তীব্র হয়ে ওঠে।

আজ সকাল ৯টার দিকে যানজটের বিস্তার টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত পৌঁছে যায়। গাড়িগুলোকে দীর্ঘ সময় একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

ঈদে দিনাজপুরগামী একটি মাইক্রোবাসের যাত্রী মোস্তাক হোসেন বলেন, তাঁরা সকাল ৭টায় টাঙ্গাইল শহর বাইপাস এলাকায় প্রবেশ করেন। এরপর খুব সামান্য পথ এগিয়েই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। দুই ঘণ্টায় মাত্র ছয় থেকে সাত কিলোমিটার পথ অতিক্রম করতে পেরেছেন তারা।

যমুনা সেতুর টোল প্লাজা সূত্রে জানা গেছে, যানজট সামাল দিতে আজ সকালবেলায় প্রায় এক ঘণ্টা ধরে সেতুর উভয় লেন ব্যবহার করে উত্তরবঙ্গগামী গাড়িগুলো পারাপার করা হয়েছে।

২৪ ঘণ্টায় ৫২ হাজার যানবাহনের পারাপার, টোল আদায় প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা

মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পার হয়েছে। এ সময় মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির।

টোল প্লাজার তথ্য অনুসারে, ওই ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গমুখী গাড়ির সংখ্যা ছিল ৩০ হাজার ৮৪৫টি, যার বিপরীতে আদায়কৃত টোল ছিল ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা। বিপরীতে, উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী গাড়ির সংখ্যা ছিল ২১ হাজার ৪টি এবং এই গাড়িগুলোর মাধ্যমে সংগৃহীত টোল ছিল ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

সাধারণ সময়ে যেখানে প্রতিদিন ১৬ থেকে ১৮ হাজার গাড়ি যমুনা সেতু অতিক্রম করে, সেখানে গতকাল রাত ১২টা পর্যন্ত প্রায় তিন গুণ বেশি গাড়ি পার হয়েছে সেতুটি দিয়ে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন