Logo
Logo
×

সংবাদ

'ইশরাককে মেয়রের শপথ পড়ানো স্থানীয় সরকারের হাতে, ইসির করণীয় শেষ'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম

'ইশরাককে মেয়রের শপথ পড়ানো স্থানীয় সরকারের হাতে, ইসির করণীয় শেষ'

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) তাদের দায়িত্ব সম্পন্ন করেছে। শপথের বিষয়টি স্থানীয় সরকারের হাতে। এ বিষয়ে ইসি আর কোনো চিঠি পাঠানোর প্রয়োজন দেখছে না। আজ বুধবার বিকেলে  ইসি উচ্চ আদালতের পর্যবেক্ষণ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত জানিয়েছে।

আজ বিকেলে নির্বাচন ভবনে ইসির এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের কাছে ইসির সিদ্ধান্ত তুলে ধরেন।

ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ডিএসসিসি মেয়র হিসেবে ইশরাক হোসেনের গেজেট প্রকাশের মাধ্যমেই ইসির কাজ শেষ করা হয়েছে। কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে, যেহেতু গেজেট বহাল রয়েছে ও শপথের বিষয়টি স্থানীয় সরকারের আওতাধীন, সেহেতু ইসির নতুন কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনপ্রক্রিয়া শুরু হয় নোটিফিকেশনের মাধ্যমে তথা তফসিল ঘোষণার মাধ্যমে এবং সম্পন্ন হয় গেজেট পাবলিকেশনের মাধ্যমে। বিধায় আমরা মনে করি, নির্বাচন কমিশন তার দায়িত্ব সম্পন্ন করেছে এবং গেজেট বহাল আছে বিধায় আমরা মনে করি, নির্বাচন কমিশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।’

নির্বাচন কমিশনার আরও জানান, শপথের বিষয়টি সরকারের হওয়ায় ইসি আর কোনো আইনি পদক্ষেপ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কোনো ধরনের চিঠি দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছে না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন