-68402f0ebb865.jpg)
ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সমকাল, যুগান্তর, ইত্তেফাকসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ শতাধিকের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ও সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা করেছে। আমরা নিজেরাও মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। উনারাও বলেছেন, মুজিবনগর সরকারের যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে যাদের রাখা হয়েছে তাদের সুযোগ-সুবিধা একই থাকবে।
উপ-প্রেস সচিব বলেন, যেসব সংবাদমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে, আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন, ঠিক একই জায়গায় ভুল সংশোধন করে সংশোধনী প্রকাশ করে তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন।
আজাদ মজুমদার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুবই উদার। আমরা সমালোচনাকে সব সময় স্বাগত জানাই। কিন্তু কখনোই কাউকে এই রকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে, তিনি চাইলেই ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবে, বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করবে যা মানুষকে বিভ্রান্ত করবে সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
উল্লেখ্য, মঙ্গলবার রাতে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলে দিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। এ নিয়ে কয়েকটি গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনার প্রেক্ষিতে সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে, যাতে গণমাধ্যমে মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য নিয়ন্ত্রণ করা যায়।