Logo
Logo
×

সংবাদ

রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে ডিসেম্বরে সরবরাহ সম্ভব: আসিফ মাহমুদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৪:৪৪ পিএম

রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে ডিসেম্বরে সরবরাহ সম্ভব: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। উপদেষ্টা আসিফ তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানান। 

উপদেষ্টা আসিফ ফেসবুকে লেখেন, ‘রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিদ্যুৎ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিল করা হয়েছে।’

উপদেষ্টা আসিফের দিকনির্দেশনায় কেবল স্থানীয় সরকার বিভাগ থেকেই চলতি অর্থবছরে ২ হাজার ৮৯ কোটি টাকা ব্যয় হ্রাস করা হয়েছে।

প্রকল্পের যৌক্তিকতা ও উদ্দেশ্য বিবেচনায় বাতিলের প্রক্রিয়াধীন ৫টি প্রকল্প, যার প্রাক্কলিত ব্যয় ৪৭৬ কোটি টাকা।

বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রহণ করা প্রকল্পসহ স্থানীয় সরকার বিভাগের যাবতীয় প্রকল্প জনবান্ধব কিনা তা যাচাই-বাছাই করে প্রকল্পের পুনঃমূল্যায়ন, সংশোধন ও ব্যয় হ্রাস বা অভিযোজন চলমান বলে উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে উল্লেখ করা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন