Logo
Logo
×

সংবাদ

শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, লাখো মুসল্লির ঢল মিনায়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০৪ পিএম

শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, লাখো মুসল্লির ঢল মিনায়

সৌদি আরবে আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে। এর একদিন আগে, সোমবার এক সংবাদ সম্মেলনে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়া জানান, এ বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ১০ লাখ হজযাত্রী সৌদি আরবে আগমন করেছেন। তাঁদের সঙ্গে রয়েছেন দেশটির অভ্যন্তরীণ হাজিরাও।

পবিত্র মক্কায় ওমরাহ ও তাওয়াফের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ইহরাম পরে হাজিরা আজ যাত্রা করেছেন মিনার দিকে, যেটি তাঁবুর শহর নামে পরিচিত। সেখানে তাঁরা সারাদিন ও রাত ইবাদতে কাটাবেন, পরবর্তী দিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ জুন) ফজরের পর রওনা দেবেন পবিত্র আরাফাতের ময়দানের উদ্দেশ্যে।

আরাফাতে পৌঁছেই একত্রে ধ্বনিত হবে বিশ্ব মুসলিমের ঐক্যবানী—

 "লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুলক, লা শারিকা লাক।"

 (অর্থ: আমি হাজির, হে আল্লাহ! আমি হাজির, তোমার কোনো শরিক নেই; সকল প্রশংসা, নিয়ামত ও রাজত্ব শুধু তোমারই; তোমার কোনো অংশীদার নেই।)

ইহরামের দুটি সাদা কাপড়ে মোড়া লক্ষাধিক হাজির ঢল ছুটে চলবে আরাফাতের দিকে, যেখানে দাঁড়িয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন। মুসলিম উম্মাহ সেই স্মৃতিকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে আজও এই দিনটিকে প্রধান হজ দিবস হিসেবে পালন করে থাকেন।

বিশ্বজুড়ে অগণিত মুসলমান এদিন সিয়াম সাধনায় অংশ নেন। ২০২৫ সালে আরাফাত দিবস পড়েছে বৃহস্পতিবার, ৫ জুন। পরদিন, ৬ জুন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হবে ঈদুল আযহা।

সৌদি সরকারের তথ্য অনুযায়ী, গত বছর হজ পালন করেন অন্তত ১৮ লাখ মানুষ। ২০২৪ সালের হজ মৌসুমে আরব উপদ্বীপে তাপমাত্রা পৌঁছেছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে এবং মৃত্যু হয় কমপক্ষে ১,৩০০ হাজির। এ বছরও প্রচণ্ড গ্রীষ্মে হজ অনুষ্ঠিত হচ্ছে, এবং আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এবারও তাপমাত্রা চরম পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন