Logo
Logo
×

সংবাদ

মেট্রোরেল ঈদের দিন বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৫৫ এএম

মেট্রোরেল ঈদের দিন বন্ধ থাকবে

রাজধানী ঢাকাবাসীর কাছে মেট্রোরেল এখন আর কেবল যাতায়াতের বাহন নয়, এটি হয়ে উঠেছে শহরের আধুনিকতার প্রতীক এবং প্রাত্যহিক জীবনের নির্ভরযোগ্য সঙ্গী। তবে ঈদুল আজহার দিন বিরতিতে যাচ্ছে এই জনপ্রিয় গণপরিবহন সেবা।

বুধবার (৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন (শনিবার) দিনব্যাপী মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

তবে ঈদের পরের দিন অর্থাৎ ৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট হিডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। পাশাপাশি ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে বলেও ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম. খায়রুল আলমের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন