Logo
Logo
×

সংবাদ

ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্রার পাঁচ যাত্রীর প্রাণহানি, আহত তিনজন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১০:২১ এএম

ফরিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্রার পাঁচ যাত্রীর প্রাণহানি, আহত তিনজন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভোররাতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ জুন) সকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে, যেখানে একটি ঢাকা-গামী বাস যাত্রীবোঝাই তিন চাকার মাহিন্দ্রা গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের মিডিয়া কর্মকর্তা স্টেশন অফিসার তালহা বিন জাশিম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং পরবর্তীতে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান জানান, মাহিন্দ্রাটি গোপালগঞ্জের টেকেরহাটের দিকে যাচ্ছিল, তখন বিপরীত দিক থেকে আসা 'মিজান পরিবহন'-এর একটি বাস সেটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রায় থাকা সব যাত্রী গুরুতরভাবে হতাহত হন।

তিনি আরও জানান, নিহত ও আহতদের সুনির্দিষ্ট পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও, প্রাথমিকভাবে জানা গেছে, তারা সকলেই মাহিন্দ্রার যাত্রী ছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে, এবং চালক ও সহকারী পলাতক রয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত চলছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন