Logo
Logo
×

সংবাদ

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, এক পরিবারের তিন সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১১:২৮ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, এক পরিবারের তিন সদস্য নিহত

ফাইল ফটো

টাঙ্গাইলের করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাস সজোরে আঘাত করলে একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। মঙ্গলবার (৩ জুন) সকাল বেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

সূত্র জানায়, নিহত ব্যক্তিরা একটি পরিবারের অন্তর্ভুক্ত। এছাড়া এই সংঘর্ষে আরও তিনজন আহত হয়েছেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, ঘটনাস্থলেই এক পিতা ও তার দুই সন্তান নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন