Logo
Logo
×

সংবাদ

খরচ কমবে মোবাইল-ইন্টারনেটে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৬:১৭ পিএম

খরচ কমবে মোবাইল-ইন্টারনেটে

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মোবাইল অপারেটর সেবা এবং ইন্টারনেটের ওপর উৎসে কর কমানো হয়েছে। এতে করে মোবাইল এবং ইন্টারনেটের খরচ কমবে।

আজ সোমবার বেলা ৩টা থেকে বাংলাদেশ টেলিভিশনে অর্থ উপদেষ্টার পূর্বধারণকৃত বাজেট বক্তব্য সম্প্রচার করা হয়। বাজেট বক্তব্য বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে একই সঙ্গে প্রচার করা হয়।

নতুন অর্থবছরের বাজেট বক্তব্যে উত্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, ইন্টারনেট সেবার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি মোবাইল অপারেটরদের টার্নওভার কর ২ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মূলত কর কাঠামোর অসামঞ্জস্য দূর করতে ও করের আওতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ অধ্যাদেশ ২০২৫ এর আওতায় এ প্রস্তাব দেয়া হয়েছে। তবে বাজেটে মোবাইল-ইন্টারনেটের খরচ কমলেও বাড়বে ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্মের খরচ।

প্রস্তাবিত বাজেটে ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা নির্ধারণ করার পাশাপাশি ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এতে ওটিটি প্ল্যাটফর্মে নাটক, সিনেমা ও সিরিজ দেখতে গুনতে হবে বাড়তি খরচ।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন