বিসিবি সভাপতির অপসারণ ও নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে ফারুকের রিট

ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মনোনীত করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন মনোনয়ন বাতিল হওয়া ফারুক আহমেদ।
সেইসাথে বিসিবির সভাপতির পদ থেকে তাকে অপসারণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জও করেছেন হাইকোর্টে দায়ের করা রিটে।
আজ রবিবার (০২ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিট দায়ের করা হয়। রিট আবেদনে এই দুই সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। পাশাপাশি রুল বিচারাধীন অবস্থায় ওই দুই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ মে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে পরদিন ৩০ মে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। এই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।