Logo
Logo
×

সংবাদ

শেখ হাসিনার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ০১:০১ পিএম

শেখ হাসিনার বিচার শুরু

২০২৪ সালের ২৪ জুলাইয়ের অভ্যুত্থান ঠেকাতে গঠিত অভিযানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার দুপুরে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে লিখিত অভিযোগসহ সংশ্লিষ্ট সব নথিপত্র হস্তান্তর করা হয়। এরপর প্রধান প্রসিকিউটর মো. তাজুল ইসলাম ১৩৪ পৃষ্ঠার এই অভিযোগনামা বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট বেঞ্চে উপস্থাপন করেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ বিশ্ববাসীর সামনে এই বিচারপ্রক্রিয়া উন্মুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এই লক্ষ্যে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার কোনো ট্রাইব্যুনালের কার্যক্রম সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়।

আদালত যদি এই অভিযোগ গ্রহণ করে, তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো একটি মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে—সেই একই ট্রাইব্যুনালে, যা একসময় তারই সরকারের উদ্যোগে গঠিত হয়েছিল ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও, তার সরকারের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং উক্ত সময়ের পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও অভিযুক্ত করা হয়েছে।

দীর্ঘ তদন্ত শেষে ১২ মে ট্রাইব্যুনালের অনুসন্ধান সংস্থা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি ধারায় অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয়। এতে শেখ হাসিনাকে ২০২৪ সালের জুলাই ও আগস্টে সংঘটিত দমন-নিপীড়নের ‘মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ’ হিসেবে উল্লেখ করা হয়।

জুলাই-অগাস্টের সহিংস ঘটনার পেছনে দলীয় ভূমিকার জন্য আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন প্রশাসন ইতিমধ্যে বিদ্যমান আইন সংশোধন করেছে।

এনসিপি ও জামায়াতে ইসলামীর মতো কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের আগেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার সম্পন্ন করার আহ্বান জানিয়ে আসছে।

সম্প্রতি একটি ফেসবুক পোস্টে সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক আসিফ নজরুল মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারের সময়কালের মধ্যেই এই বিচারকার্য শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন