বিকেলের মধ্যে গ্যাস পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন উপদেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অবস্থিত টাওয়েল টেক্স লিমিটেড নামের একটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সরেজমিন পরিদর্শনে যান এবং কারখানাটির গ্যাসসংকট ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা জানান, শিল্পমালিকদের অভিযোগের বাস্তবতা পাওয়া গেছে। তিনি বলেন, ‘বিদেশ থেকে এলএনজি এসে পৌঁছেছে, কিন্তু উত্তাল সমুদ্রের কারণে জাহাজ ঘাটে ভিড়তে পারেনি। বিকেলের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছি।’
উপদেষ্টা আরও জানান, গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটানোর ক্ষেত্রে অবৈধ সংযোগ বড় ভূমিকা রাখছে। তাঁর ভাষায়, ‘বিভিন্ন অঞ্চলে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট তিতাস কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে।’ পাশাপাশি তিনি বড় পরিসরে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম হাতে নেওয়ার কথাও জানান।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন জানান, চলতি মাসে গ্যাস ঘাটতি সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। তাঁর বক্তব্য, ‘২৪ ঘণ্টা না হলেও অন্তত ৮ ঘণ্টার গ্যাস সরবরাহ চাই।’ উপদেষ্টা তাঁকে সন্ধ্যায় আবারও পরিস্থিতির আপডেট জানাতে বলেন।
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ, জ্বালানি বিভাগের সচিব সাইফুল ইসলাম, এবং পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল আজিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।