Logo
Logo
×

সংবাদ

চার দিন ধরে সেবা বন্ধ, চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট থেকে ফিরে যাচ্ছেন রোগীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০১:৩৪ পিএম

চার দিন ধরে সেবা বন্ধ, চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট থেকে  ফিরে যাচ্ছেন রোগীরা

রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনের আহতদের সঙ্গে হাসপাতালের কর্মীদের সংঘাতের জেরে টানা চার দিন ধরে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। আজ শনিবারও এই পরিস্থিতি অব্যাহত রয়েছে।

চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় নানা স্থান থেকে আসা রোগীরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন। জরুরি সেবা না পাওয়ায় অনেকেই চিকিৎসা না নিয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

গত বুধবার সকাল থেকে হাসপাতালের কর্মীরা কর্মবিরতি পালন শুরু করলে, সকাল ১০টার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন হাসপাতালে ভর্তি থাকা আন্দোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি আরও জটিল হয় যখন বহির্বিভাগে আসা রোগীদের স্বজনরাও ওই সংঘাতে জড়িয়ে পড়েন।

পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালান এবং বিকেলের দিকে পরিস্থিতি স্থিতিশীল হয়। ঘটনার পর থেকে চিকিৎসক ও কর্মচারীরা নিরাপত্তার দাবি জানিয়ে হাসপাতালমুখো হওয়া বন্ধ রেখেছেন, যার ফলে হাসপাতালের কার্যক্রম এখনো অচল রয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন