Logo
Logo
×

সংবাদ

দেশজুড়ে টেলিযোগাযোগ সেবা বিঘ্ন, ৫ হাজারের বেশি সাইট ডাউন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৪:৪৯ পিএম

দেশজুড়ে টেলিযোগাযোগ সেবা বিঘ্ন, ৫ হাজারের বেশি সাইট ডাউন

ছবি: সংগৃহীত

নিম্নচাপজনিত ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেওয়ায় সারা দেশে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হচ্ছে।

আজ শুক্রবার (৩০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, প্রবল বৃষ্টিপাতে দেশের বিভিন্ন টেলিকম সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে পাঁচ হাজারের বেশি সাইট ডাউন হয়ে গেছে।

ফয়েজ আহমদ জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ।

তিনি আরও জানান, বর্তমানে দেশের মোট ৪৪ শতাংশ মেইনস বিকল, মোট সাইট চালু রয়েছে ৬৪ দশমিক ২ শতাংশ, আর মোট ৩৫ দশমিক ৮ শতাংশ সাইট ডাউন। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের জন্য ৬২৪টি পোর্টেবল জেনারেটর সংযুক্ত করা হয়েছে এবং আরও ৫০৪টি পথে রয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ খাতের সংশ্লিষ্ট কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন