বাংলাদেশকে রেল উন্নয়নসহ নানা খাতে ১৩ হাজার কোটি টাকার সহায়তা দিচ্ছে জাপান

বাংলাদেশের রেল খাত, শিক্ষা, জলবায়ু এবং অর্থনৈতিক সংস্কারে অবদান রাখতে প্রায় ১৩ হাজার কোটি টাকার বাজেট সহায়তা দিচ্ছে জাপান। শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, জাপান সরকার বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেবে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ১২ হাজার ৯৫৮ কোটি টাকার সমান। এই অনুদান এবং ঋণ সহায়তার অর্থ তিনটি প্রধান খাতে ব্যয় হবে: রেলওয়ে অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু অভিযোজন, উচ্চশিক্ষা বৃত্তি কর্মসূচি।
এর মধ্যে ৬৪১ মিলিয়ন ডলার (৭ হাজার ৮৩৬ কোটি টাকা) ব্যয় হবে জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডাবল গেজ ও ডাবল লাইনে রূপান্তরের কাজে।
অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু উদ্যোগে ৪১৮ মিলিয়ন ডলার (প্রায় ৫ হাজার ১১০ কোটি টাকা) প্রদান করা হবে ঋণ হিসেবে।
আর ৪.২ মিলিয়ন ডলার (৫১ কোটি ৩৪ লাখ টাকা) বরাদ্দ দেওয়া হবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি সহায়তায়।
এই আর্থিক চুক্তির অংশ হিসেবে শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বৈঠকে একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় এবং পারস্পরিক সম্পর্ক জোরদারসহ উন্নয়ন অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়।
জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সংস্কারমূলক অগ্রযাত্রা, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে জাতি গঠনের প্রচেষ্টার প্রশংসা করেন। এর জবাবে ড. ইউনূস জাপানের উন্নয়ন সহায়তা এবং বন্ধুত্বপূর্ণ অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকের আগে টোকিওর প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়।