
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের বিভিন্ন দপ্তরের কর্মীরা।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ডাকে এ কর্মবিরতি অনুষ্ঠিত হয়। ফোরাম আগেই জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন এভাবে এক ঘণ্টা করে কর্মবিরতি চলবে।
আজকের কর্মবিরতি শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী রোববার ও সোমবার কর্মবিরতি নয়, বরং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাছে স্মারকলিপি দেওয়া হবে। রোববার তিনজন এবং সোমবার আরও দুইজন উপদেষ্টার কাছে এই দাবি জানানো হবে। মাঠপর্যায়ে সংস্থাপ্রধানদের মাধ্যমেও স্মারকলিপি পৌঁছানো হবে।
ঐক্য ফোরামের নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে এই ইস্যুতে ইতিবাচক বার্তা আসতে পারে এবং ঈদের আগে সমাধানের সম্ভাবনাও রয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন সংশোধনের খসড়া অনুমোদিত হয় এবং রোববার তা অধ্যাদেশ আকারে জারি করে সরকার। এর প্রতিবাদে শনিবার থেকেই আন্দোলনে নেমেছেন সচিবালয়ের কর্মীরা।