বাংলাদেশের সামনে পাকিস্তান চ্যালেঞ্জ, লিটনের কণ্ঠে আত্মবিশ্বাস

লাহোরে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি: বিসিবি
আরব আমিরাত ও জিম্বাবুয়ের কাছে টেস্টে হারের পর এবার কঠিন পরীক্ষায় পাকিস্তান সফরে বাংলাদেশ দল। তবু হাল ছাড়ছেন না অধিনায়ক লিটন দাস। সিরিজ শুরুর আগে বললেন, তার দলের আছে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস।
লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বুধবার, বাংলাদেশ সময় রাত ৯টায়। প্রস্তুতির অংশ হিসেবে দুই দিন অনুশীলন করেছে বাংলাদেশ। প্রধান কোচ ফিল সিমন্সের মতে, আরব আমিরাতে হারলেও দলের মনোবল ভেঙে পড়েনি।
সংবাদ সম্মেলনে লিটন বলেন, “শেষ সিরিজে আমরা প্রত্যাশামতো খেলতে পারিনি। এটা নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। ভুল থেকে শিখে এবার ভালো খেলতে চাই।”
আরব আমিরাতের কাছে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিকেটাররা। লিটন মানছেন, সেটা স্বাভাবিক। তবু তিনি ও তার দল বিশ্বাস রাখছেন নিজেদের প্রক্রিয়ার ওপর। তিনি বলেন, “ভালো না খেললে আলোচনা হবেই। তবে আমরা জানি কোথায় ভুল করেছি। চেষ্টা করব যেন পুনরাবৃত্তি না হয়।”
লিটনের দাবি, তার দল ভারসাম্যপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত। প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি ভাবছেন না, বরং নিজেদের খেলায় মনোযোগী থাকতে চান। তিনি বলেন, “আমাদের বিশ্বাস, বিশ্বের যেকোনো দলকে হারাতে পারি। সেটা তখনই সম্ভব, যখন ভালো ক্রিকেট খেলব। ফল নয়, প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।”
এর আগে পাকিস্তানের মাটিতে গত বছর টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ। লিটন বলছেন, এবার সংস্করণ ভিন্ন হলেও দলের লক্ষ্য একই—উন্নতি ও প্রতিদ্বন্দ্বিতা।