
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় আমিরাত-ভিত্তিক গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের তামির এলাকা থেকে জিলহজ মাসের চাঁদ দেখা যায়।
এর ফলে আগামীকাল বুধবার থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সেই অনুযায়ী, ঈদুল আজহা উদ্যাপিত হবে আগামী ৬ জুন শুক্রবার। কারণ ঈদুল আজহা ইসলামি চন্দ্রপঞ্জিকার ১২ তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে পালিত হয়। এছাড়াও এবার আরাফাত দিবস হবে আগামী ৫ জুন (বৃহস্পতিবার)।
সাধারণত চাঁদ দেখাসাপেক্ষে সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। তাই এবার দেশে ৭ জুন কুরবানির ঈদ হতে পারে।