Logo
Logo
×

সংবাদ

শীর্ষ সন্ত্রাসীদের কাছে মিলল অস্ত্র, গুলি ও স্যাটেলাইট ফোন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৬:০২ পিএম

শীর্ষ সন্ত্রাসীদের কাছে মিলল অস্ত্র, গুলি ও স্যাটেলাইট ফোন

ঢাকার অপরাধজগতের ত্রাস, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ, বাইনের সহযোগী শুটার আরাফাত ও শরীফকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার সকালে শহরের কালিশংকরপুর এলাকায় তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ১টি স্যালাইট ফোন উদ্ধার করা হয়।

এ তথ্য জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

তিনি জানান, ভোর ৫টা ১৫ মিনিটে কুষ্টিয়া সদরের সোনার বাংলা রোডের একটি বাড়ি থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টায় হাতিরঝিল এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে শুটার আরাফাত ও চালক শরীফকে গ্রেপ্তার করা হয়। এই দুজনের কাছে থেকে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ১টি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন