Logo
Logo
×

সংবাদ

বিকেল ৫টায় সুব্রত বাইনের বিষয়ে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৪:৪২ পিএম

বিকেল ৫টায় সুব্রত বাইনের বিষয়ে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন

ঢাকার অপরাধজগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানানো হবে।

সেনাসদর থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, আজ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আটক সম্পর্কিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। ব্রিফিং অনুষ্ঠিত হবে বনানী রেল ক্রসিং ও রেডিসনের মাঝামাঝি ঢাকা সেনানিবাসে স্টাফ রোডের মেস-এ-তে।

সেনাবাহিনীর সদস্যরা আজ ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কালীশংকরপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশে স্থানীয় মীর মহিউদ্দিনের মালিকানাধীন একটি তিনতলা বাড়ি ঘিরেন রাখেন। এ সময় তারা বাড়ির নিচতলা ও আশপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে তল্লাশি চালায়। বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেস হিসেবে থাকেন।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ৩০টিরও অধিক হত্যা মামলাসহ প্রায় ১০০ অবৈধ অস্ত্র এবং চাঁদাবাজি মামলার আসামি। প্রায় সবগুলো হত্যা মামলায় তিনি সাজাপ্রাপ্ত। ২০০১ সালে পুরস্কার ঘোষিত এই শীর্ষ সন্ত্রাসী আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকার রেড কর্নার নোটিশপ্রাপ্ত। 

অনুসন্ধানে জানা যায়, প্রায় দেড় বছর আগে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে তাকে বাংলাদেশে পাঠানো হয়। এর পেছনে উদ্দেশ্য ছিল টার্গেটেড রাজনৈতিক গুপ্তহত্যার জন্য ভিন্ন পরিচয়ে যুক্তরাজ্যে পাঠানো। তৈরিও করা হচ্ছিল সেভাবেই। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট হঠাৎ তার আশ্রয়দাতারা ক্ষমতাচ্যুত হলে আত্মরক্ষার্থে পেশাদার এই অপরাধী সাধারণ জনগণের সঙ্গে মিশে যায়। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন