Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশিদের নিয়মতান্ত্রিকভাবে ফেরত পাঠাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:১৭ পিএম

বাংলাদেশিদের নিয়মতান্ত্রিকভাবে ফেরত পাঠাতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন বা জোরপূর্বক লোক ঢুকিয়ে দেওয়ার ঘটনা বেড়েছে।

আজ মঙ্গলবার সকালে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “পুশইনের ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়েছি।”

ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, “যারা প্রকৃত অর্থে আমাদের নাগরিক, বাংলাদেশি এবং আমাদের সমাজের অংশ—তাদের ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা অনুরোধ করছি, যেন বৈধ প্রক্রিয়া অনুসরণ করে পাঠানো হয়।”

“আমরা যেমন অন্য দেশের নাগরিকদের আইনসম্মত প্রক্রিয়ায় নিজ নিজ দেশে ফেরত পাঠাই, ভারতের ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি আশা করি। কিন্তু তারা নিয়ম লঙ্ঘন করছে। এ বিষয়ে আমরা পরিষ্কারভাবে বলেছি, যে কেউ যদি বাংলাদেশি হয়, তাকে যথাযথ রীতিতে ফেরত পাঠানো হলে আমরা গ্রহণ করতে প্রস্তুত।”

এ বিষয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে কোনো দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা জানান, “আমাদের পর্যায়ে কিছু আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও যোগাযোগ হচ্ছে।”

সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বর্ডারে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আমাদের জনগণ সম্পূর্ণরূপে সুরক্ষিত। নিরাপত্তা বাহিনী যেকোনো ধরনের পরিস্থিতির মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে। সীমান্তে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা নেই।”


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন