Logo
Logo
×

সংবাদ

ঢাবির ২ শিক্ষার্থীকে ‘চোর’ বলে পিটুনি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১১:১৫ এএম

ঢাবির ২ শিক্ষার্থীকে ‘চোর’ বলে পিটুনি, গ্রেপ্তার ৩

রাজধানীর চাঁদনি চক এলাকার একটি বাণিজ্যিক মার্কেট ‘চাঁদনি চক শপিং কমপ্লেক্স’-এ এক দোকানে কয়েকজন বিক্রেতার দ্বারা শারীরিক নিপীড়নের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ঘটনার পর পরই পুলিশ ওই বিপণিবিতান থেকে তিন ব্যক্তিকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে, 'জেসমিন ফেব্রিকস' নামের একটি কাপড়ের দোকানে।

আহত শিক্ষার্থীরা হলেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শাহেদুল ইসলাম এবং আয়াজুর রহমান। তাদের উভয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

একই ব্যাচের আরেক শিক্ষার্থী ফারহান ঘটনার বিবরণ দিয়ে বলেন, “আমি, শাহেদুল, আয়াজ এবং সমাজকল্যাণ বিভাগের একজন সিনিয়র আপুকে নিয়ে ওই দোকানে কাপড় কিনতে যাই। দরদাম করার সময় আমরা দোকানির চাওয়া দামে রাজি না হওয়ায়, তারা ওই আপুকে উদ্দেশ্য করে অশোভন ও লাঞ্ছনামূলক মন্তব্য করে। আমরা প্রতিবাদ করলে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন দোকানের ম্যানেজার এবং আশেপাশের অন্যান্য ব্যবসায়ীরা মিলে আমাদের চোর বলে অপবাদ দিয়ে শারীরিকভাবে আক্রমণ চালায়।”

ফারহান আরও জানান, সংঘর্ষ চলাকালে শাহেদুলের মাথা এবং আয়াজের পায়ে আঘাত লাগে, যার ফলে তারা গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্য ও সহপাঠীরা নিউ মার্কেট থানার সামনে প্রতিবাদ প্রদর্শন করেন।

রাতেই শিক্ষার্থী শাহেদুল ইসলাম নিউ মার্কেট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, “ঘটনার পরপরই মিলন নামের একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তার প্রাথমিক জবানবন্দির ভিত্তিতে চারজনের নাম শনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত বাকি অভিযুক্তদের ধরা হবে।”

মঙ্গলবার সকাল নাগাদ ডিউটি অফিসার এসআই মনিরুজ্জামান জানান, আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন