জি এম কাদের-চুন্নুসহ ১০ জনের বিরুদ্ধে মামলা তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৮:২৩ পিএম
-6834795d7c246.jpg)
চাঁদাবাজি-ডাকাতি ও নির্বাচনে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের, জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই নির্দেশ দেন। বাদীর আইনজীবী এ বি এম জোবায়ের পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানবাধিকারকর্মী নাজমিন সুলতানা তুলি গত ১৭ মে আদালতে এ মামলা করেন। ওই দিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত আজ আদেশের জন্য দিন ধার্য করেন।
মামলায় অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য নেওয়াজ আলী ভূঁইয়া, জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের, উত্তরা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক ডিসি আকরাম, ডিবি উত্তরা বিভাগের সাবেক এডিসি নাজমুল, বিমানবন্দর জোনাল টিমের এসআই পবিত্র সরকার এবং ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য মো. সাঈদুল ইসলাম।