Logo
Logo
×

সংবাদ

র‍্যাবের অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে জিএমপি কমিশনারকে কৈফিয়ত তলব

মুক্তাদির রশীদ

মুক্তাদির রশীদ

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৪:২৬ পিএম

র‍্যাবের অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে জিএমপি কমিশনারকে কৈফিয়ত তলব

পুলিশের বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করার "অপরাধে" গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম খানকে কৈফিয়ত তলব করেছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে উপ মহাপরিদর্শককে সাম্প্রতিক পদোন্নতি থেকে বিরত রাখা হয়েছে। গত ২১ মে পাঠানো এক চিঠিতে পুলিশ হেডকোয়ার্টার্স তাঁর কাছে ব্যাখ্যা তলব করে।

পুলিশ সদর দপ্তরের এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, "আপনি ড. মো. নাজমুল করিম খান (বিপি-৬৯৯৫১০৯৮২৪), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর হিসেবে কর্মরত আছেন। অদ্য ২১/০৫/২০২৫ তারিখ আপনি র‍্যাব ফোর্সেস সদরদপ্তর, ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আসেন। আপনার ডিউটি স্টেশন ছেড়ে ঢাকায় আসার জন্য আপনি পুলিশ হেডকোয়ার্টার্সের অনুমতি নেন নাই। আপনার এহেন আচরণ শৃঙ্খলা পরিপন্থী এবং অসদাচরণের শামিল। ইতঃপূর্বে এ ধরনের কার্যক্রমের জন্য আপনাকে অসন্তুষ্টি জ্ঞাপন করা হয়।"

"আপনার এহেন কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে না তার লিখিত জবাব অত্র পত্র প্রাপ্তির ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে দাখিল করতে আপনাকে নির্দেশ প্রদান করা হলো। বাহারুল আলম, বিপিএম বিপি-৬০৮৬০০০৭৮৬ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ"।

২০২৩ সালে আওয়ামী লীগ সরকার নাজমুল করিম খানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে পুনর্বহাল করে অন্তর্বর্তী সরকার। তিনি আলোচিত কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যার তদন্তের নেতৃত্ব দিয়েছেন। 


হাসিনা বিরোধী জুলাই অভ্যুত্থানে প্রকাশ্যে ৩ আগস্ট ২০২৪ আন্দোলন করে আলোচনায় আসেন এই কর্মকর্তা। পরবর্তীতে ৮ আগস্ট ডক্টর ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে তিনি চাকরি ফেরত পান এবং পর্যায়ক্রমে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বানানো হয় ।  

ব্যাখ্যা চাওয়ার বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, বিষয় সম্পর্ক তার খোঁজ নিতে হবে।  

এদিকে র‍্যাব সদর দপ্তরের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বাংলা আউটলুককে বলেন, ২১ এবং ২২ মে সদর দপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী ও মেমোরিয়াল ডে যথাক্রমে আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়। সেনাবাহিনীর প্রধানও সেখানে উপস্থিত ছিলেন ।

র‍্যাব এর সূত্রগুলো বলছে, পার্শ্ববর্তী জেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে প্রথাগতভাবে এ ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়ে থাকে।  

এ বিষয়ে মন্তব্য জানতে ফোন করা হলে নাজমুল করিম বলেন, 'এটা পুলিশের একেবারে নিজস্ব বিষয়। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।' তবে তিনি বলেন "আমার কাছে করা হয়েছে এবং আমি এর উত্তর দিয়েছি ( আজকেই)।"

এদিকে একজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা বলেন, বর্তমান পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনও কেউ কেউ বিষয়গুলোকে হাস্যরসে পরিণত করছে ।

এর আগে রমনায় পুলিশ অফিসার্স মেসে ইফতার আয়োজনকে কেন্দ্র করে নাজমুল করিম খানকে কারণ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।  

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন