Logo
Logo
×

সংবাদ

ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:৪০ পিএম

ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তপক্ষ। রবিবার (২৫ মে) আন্তঃনগর ট্রেনের ৪ জুনের টিকিট বিক্রির মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়েছে।

যাত্রীদের সুবিধার্থে এবার আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। তাই স্টেশন কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দেশের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় বিক্রি হয়েছে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট শুরু হবে দুপুর ২টায়।

এ ছাড়া, ঈদের সময় ৫টি রুটে ১০টি বিশেষ ট্রেন চলবে। এই বিশেষ ট্রেনগুলো ঈদের আগে ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলবে। ঈদের দিনও কয়েকটি বিশেষ ট্রেন চলবে বলেও জানানো হয়েছে। তবে বিশেষ ট্রেনের টিকিট শুধু স্টেশন কাউন্টারে পাওয়া যাবে, অনলাইনে নয়।

এবারের ঈদে ৪৩টি আন্তঃনগর ট্রেন চলাচল করার কথা রয়েছে। এতে  প্রায় ৩৩ হাজার ৩১৫টি আসন থাকবে। এ ছাড়া, প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ আসন দাঁড়ানো টিকিট হিসেবে বরাদ্দ থাকবে, যা স্টেশন কাউন্টারে বিক্রি হবে।

রেলওয়ের ঈদ সময়সূচি অনুযায়ী, আগামী ৩১ মের টিকিট ২১ মে বিক্রি হয়েছে। ২ জুনের টিকিট ২৩ মে এবং ৩ জুনের টিকিট ২৪ মে বিক্রি হয়েছে। আর ৫ ও ৬ জুনের টিকিট যথাক্রমে ২৬ ও ২৭ মে বিক্রি হবে।

একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অগ্রিম কেনা টিকিট ফেরতযোগ্য নয় বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

এর আগে, আগামী ৬ মে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ জুন থেকে টানা ১০ দিন ঈদের ছুটি অনুমোদন করেছে সরকার। তার আগে অবশ্য দুটি শনিবার অফিস খোলা রেখে কর্মীদের কর্মঘণ্টা কাজে লাগানো হয়েছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন